ধারাবাহিক উপন্যাস নিয়তি/ পর্ব ১৬ (সমাপ্তি)
ডিবি অফিস, মিন্টো রোড — দুপুর ১টা ১০। বাইরে মৃদু বৃষ্টি। অফিসে আজ অন্যরকম হাওয়া। করিডোরে পুলিশ অফিসাররা ধীর গলায় কথা বলছে, কেউ কেউ তাকাচ্ছে সাদাবের দিকে — এমনভাবে, যেন সে এখন আর নিজের জায়গায় নেই। তোমার রুমে একটা কাগজের ফাইলে তার মাঝে একট অফিসিয়াল চিঠি। — “ Case Transfer: Pulok Sen Murder / Hassan Missing – Handover to General Police. ” সাদাব টেবিলে বসে ছিল, মুখে নিরাসক্ত হাসি। এই কাগজটার মানে সে ভালো করেই জানে — এখন থেকে এই কেসে তার কোনো অফিসিয়াল অনুমতি নেই। কিন্তু ফাইলের ভেতরে এখনও তার ছোঁয়া আছে — রিপোর্টগুলো, ল্যাপটপের স্ক্রিনশট, আর জয়ার পেনড্রাইভে পাওয়া “ EchoMask ” ফোল্ডার। সবই এখন প্রমাণ — যা কেউ স্পর্শ করতে পারবে না, যতক্ষণ না সে নিজে চায়। ঠিক তখন তার এক পুরানো বন্ধু সামনে এসে দাঁড়াল ফারজানা, সাইবার ইউনিটের ইনচার্জ। তারা একসাথে ট্রেনিং করেই পুলিশে জয়েন করেছে। সাইবার ইউনিটে কাজ করার জন্য বিভিন্ন কেইসে সাদাব কে প্রায় ই ফারজানার হেল্প নিতে হয়। তাই আরো জমে উঠেছে এই বন্ধুত্ব। ১৫ দিনের ট্রানিং শেষে গত কাল ই চায়না থেকে ফিরেছে ফারজানা। আজ অফিসে জয়েন করেই সাদাবের অফিসিয়াল...
Comments
Post a Comment