আহবান


কোনটা নেবে তুমি!
আমার আকাশ না আমার সমুদ্র?
যদি চাও আকাশ আমার, দিগন্ত বিস্তৃত আবাহন পাবে-
উড়ে যেও তুমি তোমার স্বাধীনতার মাঝে-
তোমাকে বাধঁবে অমন বাঁধন নেই যে কারো কাছে,
তুমি বরং পাখি হয়ে উড়ে যেও আমার আকাশ প'রে।
যদি ভাসাতে চাও তোমার দুঃখ তরী-
নিও তবে সমুদ্র আমার
ভাসিয়ে নিয়ে যাবো তোমায় ভালবাসার মাঝে,
ব্যাথার যত গান জমেছে জীবন জুড়ে,
জমিয়েছ যত অপ্রেমের কাব্যকথা
আজ জলাঞ্জলি দিও তুমি আমার পারাবারে।
ভালবাসি বলব না আজ আমি,
সে নাহয় বুঝেই নিও তুমি,
সমুদ্র ছোঁয়া আকাশ আমার দিলাম তোমায় তুলে
পাখির মত উড়বে তুমি, ভুলের গান গুলো ভুলে।

Comments

Popular posts from this blog

ধারাবাহিক উপন্যাস নিয়তি/ পর্ব ১৬ (সমাপ্তি)

ধারাবাহিক উপন্যাস নিয়তি/ পর্ব ০১ ও ০২

ধারাবাহিক উপন্যাস নিয়তি/ পর্ব ১৪ ও ১৫